সূরা ফালাক্ব () - سورة الفلق

    بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

    قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ

    বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার,

    مِنْ شَرِّ مَا خَلَقَ (۲)

    তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে,

    وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ (۳)

    অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়,

    وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ (٤)

    গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে

    وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ (۵)

    এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।

copyright © 2017 quran.ge